শততম মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ভাষা দিবস উদযাপন
প্রকাশিত : ১০:০২, ২২ ফেব্রুয়ারি ২০১৯
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবক সহ প্রায় তিনশতাধিক রোগীকে চিকিসা সেবা প্রদান করেছে সেচ্ছাসেবি সংগঠন উই দ্যা ড্রিমার্স।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিসা সেবা প্রদান করে সংগঠনটি।
চিকিসা সেবার মধ্যে ছিল, শিশুরোগও স্বাস্থ্য শিক্ষা, মেডিসিন, বক্ষব্যাধি, নাক-কান ও গলা, মাও শিশুরোগ প্রভৃতি। একই সময় তারা রক্তের গ্রুপ নির্য়,য় কৃমি নাশক ও বিভিন্ন রোগের ঔষধও বিতরন করে।
সংগঠনটি এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শততম ক্যাম্পের মাইল ফলক স্পর্শ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসাইন আয়োজিত ক্যাম্পের বিষয়ে বলেন, উই দ্যা ড্রিমার্র্স যে চিকিসা সেবা দিয়েছে তা নিশ্চয় প্রশংসার দাবিদার। এলাকাবাসি, বিদ্যালয়ের শিক্ষাথী অভিবাবক ও শিক্ষকদের বিনামূল্যে চিকিসা সেবা দেয়ায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ।
মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়কারি ডা: মাহবুব খান বলেন, মানবসেবায় ড্রিমার্ আজ শততম ক্যাম্প শেষ করেছে। আগামীতে ড্রিমার্স দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা বঞ্চিত লোকদের চিকিসা সেবা প্রদানে ভূমিকা রাখবে।
আয়োজিত ক্যাম্পে উপস্থিত ছিলেন, সংগঠনের নিবার্হী পরিচালক ইন্সপেক্টর রাজু আহমেদ, সুলতান আফজাল, শিশির মজুমদার, ডেপুটি কো-অডির্নেটর ইঞ্জিনিয়ার শাহাব উদ্দীন, চীপ কো-অডির্নেটর কুতুব তারিক প্রমুখ।
চিকিসা সেবা প্রদান করেন, ডা: ইমরুল কায়েস, ডা: সানি, ডা: ফাতিমা, ডা: মুনতাসির, ডা: লাবনি, ডা: মীম, ডা: নাবিত প্রমুখ। শেষে উই দ্যা ড্রিমার্র অফিসে কেক কেটে শততম ক্যাম্প উদযাপন করা হয়।
টিআর/
আরও পড়ুন